০৮/০৭/২০২৫, ২০:১৪ অপরাহ্ণ
26.1 C
Dhaka
০৮/০৭/২০২৫, ২০:১৪ অপরাহ্ণ

জেইউডিও কমিটি পুনর্গঠন, নতুন সাধারণ সম্পাদক ফারিম আহসান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও)-এর কার্যনির্বাহী কমিটি আংশিক পুনর্গঠন করা হয়েছে। এতে নতুন সাধারণ সম্পাদক হয়েছেন অর্থনীতি বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী ফারিম আহসান।

শুক্রবার (১৩ জুন) জেইউডিও-এর এক জরুরি কার্যনির্বাহী সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।সংগঠনের পূর্ববর্তী অনুষ্ঠান সম্পাদক সাদাত ইবনে ইসলাম ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায়, তার স্থানে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের ৫১ ব্যাচের বর্ণ সাহা বিশাল।

পুনর্গঠিত কমিটিতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫২ ব্যাচের ওয়াসিক আহমেদ আপন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এবং চারুকলা বিভাগের ৫২ ব্যাচের প্রণয় সাহা ও নৃবিজ্ঞান বিভাগের ৫২ ব্যাচের তানজিলা তাসনীম সেতু কার্যনির্বাহী সদস্য পদে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। এছাড়া এবছরের জন্য কার্যনির্বাহী কমিটির সহসভাপতি (বাংলা ও ইংরেজি বিতর্ক) পদ একীভূত করে সহসভাপতি (বিতর্ক) পদে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ৪৯ ব্যাচের সাদমান অলীভ এবং সহসভাপতি (প্রশাসন) পদে দায়িত্ব পেয়েছেন ইতিহাস বিভাগের ৪৯ ব্যাচের লামিয়া ইসলাম প্রত্যাশা।

এছাড়া সভাপতি মির্জা সাকিরের নেতৃত্বে ২১ সদস্যের কার্যনির্বাহী কমিটির বাকি সদস্যরা আগের পদেই বহাল থাকছেন। তিনি বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী।

উল্লেখ্য, জরুরি পরিস্থিতি বিবেচনায় এবং সংগঠনের প্রচলিত ধারা অনুযায়ী এই পুনর্গঠন করা হয়েছে বলে জানানো হয়। নতুন নেতৃত্বের অধীনে বিতর্কচর্চা ও বিতর্কশিল্পের উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার করেছেন জেইউডিও-এর সদস্যরা। একইসঙ্গে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও প্রত্যাশা করা হয়েছে।

পড়ুন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ঢাকা থেকে বিশেষ বাস সার্ভিস শুরু

এস

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন