27.7 C
Dhaka
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

পাম বন্ডিকে অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত করেছেন ট্রাম্প

এবার পাম বন্ডিকে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত করেছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ফ্লোরিডার সাবেক অ্যাটর্নি জেনারেল ছিলেন।

এই পদে এর আগে ট্রাম্প ম্যাট গেটজকে মনোনীত করেন, তবে রিপাবলিকানদের বিরোধিতার মুখে গেটজ নিজের মনোনয়ন প্রত্যাহার করে নেন।

আজ শুক্রবার (২২ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ফ্লোরিডার সাবেক অ্যাটর্নি জেনারেল বন্ডিকে বেছে নেওয়ার কথা জানান ট্রাম্প। বন্ডি ২০১১ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত দেশের তৃতীয় সর্বাধিক জনবহুল রাজ্যের শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্বে ছিলেন ট্রাম্পের প্রথম প্রশাসনেও।

সামাজিক যোগাযোগমাধ্যমে ডোনাল্ড ট্রাম্প বন্ডিকে মনোনীত করার ঘোষণা দেন। তিনি আইন পেশায় দক্ষতার জন্য বন্ডির প্রশংসা করেন। তিনি বলেন, ফ্লোরিডার প্রথম নারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনের সময় বন্ডি কঠোরভাবে অপরাধ দমন করেছেন।

এর আগে, ম্যাট গেটজের বিরুদ্ধে প্রতিনিধি পরিষদের নৈতিকতাবিষয়ক কমিটিতে (এথিকস কমিটি) সাক্ষ্য দিয়েছেন দুই নারী। তারা যৌন কেলেঙ্কারির অভিযোগ তুলেছেন। এর মধ্যে ১৭ বছরের এক কিশোরীর সঙ্গে যৌন সম্পর্ক ও নিষিদ্ধ মাদক ব্যবহারের অভিযোগও রয়েছে। তবে গেটজ এসব অভিযোগ অস্বীকার করেছেন।

কিন্তু মনোনয়ন সংক্রান্ত বিতর্কের কারণে নতুন প্রশাসনের কাজ যাতে ব্যাহত না হয়, সে জন্যই এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ম্যাট গেটজ।

এনএ/

আরও পড়ুন: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর পদত্যাগ করলেন  
দেখুন: ইউনূস বললেন, ডোনাল্ড ট্রাম্প অবাক হবেন
বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন