কোরবানির ঈদকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে জমজমাট পশুর হাট। প্রতিটি হাট বাজারে প্রচুর গরু ছাগল আমদানি হচ্ছে। হাটে হাটে ক্রেতাদের আকর্ষণের জায়গায় রয়েছে বড় আকৃতির গরু ও ছাগল।
চট্টগ্রাম নগরীতে সারা বছরই সপ্তাহে নির্দিষ্ট দিনে পশু পাওয়া যায় তিনটি হটে। কোরবানী উপলক্ষে বসেছে আরো নয়টি অস্থায়ী পশুর হাট। এর মধ্যে সবচয়ে বড় নূর নগর হাউজিং মাঠের অস্থায়ী হাট।
শুরুতে কিছুটা বেচাবিক্রী কম হলেও গতকাল রাত থেকে বেশ জমে উঠেছে হাট। বিক্রেতারা আশাবাদী, আজ থেকে আরও বাড়বে বেচাকেনা। ইজারাদার বলছেন, চট্টগ্রামের হাটগুলোতে এবার জোর দেওয়া হয়েছে ক্রেতা বিক্রেতা ও পশুর নিরাপত্তায়।
ঠাকুরগাঁওয়ে আলোচনায় এসেছে ‘বিগ বস’ নামে একটি গরু। দেশীয় পদ্ধতিতে ফ্রিজিয়ান জাতের গরুটিকে মোটাতাজাকরণ করেছেন হরিপুর উপজেলার বাসিন্দা মুনজুর আলম।
মৌলভীবাজার সদর উপজেলার দিঘিরবাজার, রাজনগরের টেংরাবাজার, কুলাউড়ার ব্রাহ্মণবাজার ও মৌলভীবাজার স্টেডিয়ামে গরু ছাগলের হাট বসেছে। এছাড়া অস্থায়ীভাবে জেলার সকল উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে শতাধিক কোরবানির হাটে পশু বিক্রি হচ্ছে।
হাটে হাটে ব্যাপক পশু থাকলেও এবার দাম তুলনামুলক বেশী বলে অনেক ক্রেতাই এখনো কিনছেন না। তবে, আজ কালের মধ্যেই বিক্রি বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা।