জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-১৫ মার্চ-২০২৫ উপলক্ষে জেলা পর্যায়ে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১২টার দিকে রাজবাড়ী সিভিল সার্জন অফিসের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি আব্দুল কুদুস বাবু এবং সভাপতিত্ব করেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস.এম. মাসুদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন, রাজবাড়ী রিপোর্টাস ইউনিটির সভাপতি ও নাগরিক টিভি ও যুগান্তরের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ এবং সাধারণ সম্পাদক শিহাবুর রহমান শিহাব। প্রেজেন্টেশন উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা. নাঈম হাসান।

অনুষ্ঠানে জানানো হয়, ৬ থেকে ১১ মাস বয়সী ১৯ হাজার ১০০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ২৭ হাজার ১৩০ জন শিশু সহ মোট ১ লাখ ৪৬ হাজার ২৩০ জন শিশুকে রাজবাড়ী জেলার ৪২টি ইউনিয়নের ৩৬টি পৌরসভার ১২৮টি ওয়ার্ডে ১০২৪টি অস্থায়ী এবং ৬টি স্থায়ী কেন্দ্রে আগামী ১৫ মার্চ (১ দিন ব্যাপী) ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের টিকা খাওয়ানো হবে।
এনএ/