১৯/০৬/২০২৫, ০:০৮ পূর্বাহ্ণ
26.1 C
Dhaka
১৯/০৬/২০২৫, ০:০৮ পূর্বাহ্ণ

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে

দেশের তিনটি জেলা—রংপুর, ময়মনসিংহ এবং সিলেট—এর ওপর দিয়ে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকাসহ ঝড়ো হাওয়া এবং বজ্রবৃষ্টি হতে পারে। সুতরাং, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের বাসিন্দাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে।

এছাড়া, বেলা ১১টার মধ্যে গাইবান্ধা, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা ও সুনামগঞ্জ জেলার কিছু স্থানে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগে ঝড়ো হাওয়া এবং বজ্রবৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। এসব এলাকায়ও বিশেষ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বজ্রপাত চলাকালীন সময়ে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রপাতের একাধিক শব্দের মধ্যে সর্বশেষ শব্দটি শোনার পর কমপক্ষে ৩০ মিনিট ঘরেই অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।

এই ধরনের ঝড়ো হাওয়া এবং বজ্রবৃষ্টি সাধারণত তীব্র হতে পারে, তাই বাসিন্দাদের নিরাপত্তার প্রতি আরও সচেতন হওয়া প্রয়োজন। আবহাওয়া অফিস এ বিষয়ে আরও তথ্য প্রদানের জন্য সতর্ক থাকতে বলেছে।

পড়ুন: একটি শক্তিশালী জাতীয় ঐক্য গড়ে তোলা জরুরি : এনসিপি

দেখুন: কঠিন চ্যালেঞ্জের মুখে ছাত্রদের নতুন দল এনসিপি

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন