ফেনীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (৩ জুন) বিকেলে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ফেনীর জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন।
মতবিনিময় সভায় জেলার সামগ্রিক পরিস্থিতি, বন্যা প্রস্তুতি, দুর্যোগ ব্যবস্থাপনা, উন্নয়ন কর্মকাণ্ড এবং সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। জেলা প্রশাসক বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তথ্যের সঠিক প্রচার এবং জনসচেতনতা তৈরিতে তাদের ভূমিকা অপরিসীম।”
সভায় সাংবাদিক নেতৃবৃন্দ প্রশাসনের সহযোগিতার জন্য জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান এবং বিভিন্ন সমস্যা ও সুপারিশ তুলে ধরেন।
মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসকগণ, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পড়ুন: ময়মনসিংহ সীমান্ত দিয়ে ২২ জনকে পুশ-ইন করেছে বিএসএফ
দেখুন: কে সত্য বলছেন শাকিব নাকি বুবলী
ইম/