আপাতত মোট ২৯৩ টি আসন নিশ্চিত করেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। নেতা নিশ্চিত করা হয়েছে নরেন্দ্র মোদিকে। শনিবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ভোটের ফলাফলে বিজেপি ২৭২ আসন না পাওয়ায় এককভাবে সরকার গঠন করতে পারছে না। তবে দুই কিংমেকার বিহারের জেডি-ইউনাইটেড প্রধান নিতিশ কুমার ও অন্ধ্র প্রদেশের তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু বিজেপিকে নীতিগত সমর্থন দিয়েছে। বুধবারের বৈঠকে চন্দ্রবাবু নাইডু স্পিকারের আসন ও তিন সংসদ সদস্যের মন্ত্রিত্ব চেয়েছেন। আর নীতীশ কুমার ও মন্ত্রিত্ব বিহার রাজ্যের বিশেষ মর্যাদার শর্ত দিয়েছেন। এসব শর্তে বিজেপি কী সিদ্ধান্ত নেয় সেটা দেখার বিষয়। আজ রাষ্ট্রপতির কাছে ফলাফল উপস্থাপন করবে নির্বাচন কমিশন। এদিকে মোদির শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।