টস জিতে ফ্লাট উইকেটে রান উৎসব করল নিউজিল্যান্ড। রাচিন রবীন্দ্র এবং কেন উইলিয়ামসনের জোড়া সেঞ্চুরিতে ভর করে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ তুলেছে কিউইরা।
বুধবার (৫ মার্চ) লাহোরে দ্বিতীয় সেমিফাইনালে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকাকে ৩৬৩ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড।
এদিন টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। ব্যাট করতে নেমে ওপেনার রাচিন রবীন্দ্র এবং সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন দুজনই পেয়েছেন সেঞ্চুরির দেখা। সেই সঙ্গে গ্লেন ফিলিপস এবং ড্যারিল মিচেলের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৬২ রান সংগ্রহ করেছে কিউইরা। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
ব্যাট করতে নেমে উইল ইয়ং ও রবীন্দ্রের ওপেনিং জুটি ৭.৫ ওভারে ৪৮ রানের জুটি এনে দেয় নিউজিল্যান্ডকে। এনগিডি ভাঙেন এই জুটি। ইয়ং ২৩ বলে ৩ চারে ২১ রান করে আউট হন।
ওয়ান ডাউনে নামা কেন উইলিয়ামসন এবং রবীন্দ্র দারুণ এক জুটি গড়েন। ১৬৪ রানের জুটি গড়ার পথে আসরে নিজের দ্বিতীয় শতক তুলে নেন রবীন্দ্র। ৩২ ওয়ানডের ২৮ ইনিংসে এটি তার পঞ্চম সেঞ্চুরি।
৩৪তম ওভারের তৃতীয় বলে রবীন্দ্রকে ফিরিয়ে এই জুটি ভাঙেন রাবাদা। আউট হওয়ার আগে ১০১ বলে ১৩ চার ও ১ ছক্কায় ১০৮ রান করেন রবীন্দ্র।
