28.3 C
Dhaka
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

জ্বালানি সচিব ও তিতাসের এমডিকে আদালত অবমাননার নোটিশ

আদালতের আদেশ অমান্য করায় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালককে নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে ক্যাপিটাল বোর্ড মিলস লিমিটেডে ২৪ ঘণ্টার মধ্যে গ্যাস সংযোগ পুনঃস্থাপন না করলে হাইকোর্টে আদালত অবমাননার মামলা করা হবে বলে উল্লেখ করা হয়েছে

মঙ্গলবার (১৮ মার্চ) ক্যাপিটাল বোর্ড মিলসের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, হাইকোর্ট এর আগে নির্দেশ দেন যে, ক্যাপিটাল বোর্ড মিলস লিমিটেডের জ্বালানি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না।

তবে তিতাস গ্যাস গত ৫ মার্চ কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে, যা আদালতের আদেশের লঙ্ঘন। এতে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায় এবং ৭০০ কর্মচারী কর্মহীন হয়ে পড়েছে। এর ফলে জাতীয় পাঠ্য ও পাঠ্যক্রম বোর্ডের জন্য কাগজ সরবরাহে সমস্যা হয়। একপর্যায়ে গত ১৩ মার্চ ক্যাপিটাল বোর্ড মিলস কর্তৃপক্ষ তিতাস গ্যাসকে লিখিতভাবে গ্যাস সংযোগ পুনরায় চালুর অনুরোধ করে।কিন্তু সে অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি

এমতাবস্থায়, ২৪ ঘণ্টার মধ্যে গ্যাস সংযোগ পুনঃস্থাপন করতে বলা হয়েছে। অন্যথায়, হাইকোর্টে আদালত অবমাননার মামলা দাখিল করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

পড়ুন: আগের দামেই বিক্রি হবে জ্বালানি তেল

দেখুন: জ্বালানির দাম বাড়াতে পারবে সরকার, অধ্যাদেশ জারি | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন