ব্রাহ্মণবাড়িয়ায় কেরামবোর্ড খেলায় ঝগড়া ফেরাতে গিয়ে ছুরিকাঘাতের দুইদিন পর মো. মারুফ (১৬) নামের এক তরুন মারা গেছে। বুধবার (১১ জুন) ভোরে রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যু বরন করে। নিহত মারুফ সদর উপজেলার বুধল ইউনিয়নের থলিয়ারা গ্রামের মৃত কাশেম মিয়ার ছেলে।
পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, ঈদুল আজহার ৩য় দিন বিকেলে স্থানীয় সরকার বাড়ির মোড়ে কয়েকজন কেরাম বোর্ড খেলছিল। এসময় তাদের মধ্যে তর্কবির্কের জেরে ঝগড়া হয়। তাদের ঝগড়া দেখে ফেরাতে যায় মারুফ। এসময় স্থানীয় সাচ্চু মিয়া ও তার ছেলে আবদুল্লাহর নেতৃত্বে মারুফের উপর হামলা চালায়। তাদের চুরির আঘাতে মারুফের তলপেটে মারাত্বক ভাবে জখম হয়। তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় প্রেরণ করা হয়। ঢাকায় চিকিৎসকরা তাকে আইসিইউতে চিকিৎসা দিচ্ছিলেন। চিকিৎসাধীন অবস্থা বুধবার ভোরে সে মৃত্যুবরন করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, ঘটনার পর থানায় কেউ অভিযোগ করেনি। আহত মারুফকে ঢাকায় চিকিৎসা দেওয়া হচ্ছিল। সকালে মারা যাওয়ার পর পরিবার থেকে পুলিশকে জানানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
পড়ুন: ময়মনসিংহে বাস নিয়ন্ত্রণ হারিয়ে হেলপার নিহত, আহত ১৯
দেখুন: কামারের হাপরে টান বেড়েছে, দেওয়া হচ্ছে ছুরি-চাপাতিতে শান |
ইম/