ঝিনাইদহ মহেশপুরের বিদ্যাধরপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী উপজেলার বিদ্যাধরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন খেলা ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে উক্ত বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ তাফাজ্জুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুর রহমান। এছাড়াও বিদ্যালয়ের অন্যান্য সহকারী শিক্ষক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ বছর বিভিন্ন খেলাধুলায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। এ ধরণের প্রতিযোগিতার আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে অভিমত ব্যক্ত করেন অতিথিরা।
অনুষ্ঠানটি শেষ হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে, যেখানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সৃজনশীল প্রতিভার প্রদর্শনী করে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন।
