24 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ২৫, ২০২৫

ঝিনাইদহের কোটচাঁদপুরে কলেজ ও বাড়িতে চুরি

ঝিনাইদহের কোটচাঁদপুরে সোমবার রাতে সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজে চুরির পর মঙ্গলবার রাতে পৌর মহিলা কলেজে দুর্ধর্ষ চুরি সংগঠিত করেছে চোর চক্র। এ ছাড়াও মঙ্গলবার ( ২৫ ফেব্রুয়ারি) অন্য এক বাড়িতে দিনের বেলায় চুরি হয়েছে ।

জানা যায়, রাতে জানালার গ্রীল কেটে চোরেরা তছনছ করে সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজে। ভাংচুর করেন শিক্ষকদের লকার, ড্রয়ার ও আলমারি। তবে কি খোয়া গেছে তা জানাতে পারেননি কলেজ কতৃপক্ষ। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করেছেন বলে জানা গেছে।

মঙ্গলবার দিনের বেলায় চুরি সংগঠিত হয়েছে বালিকা বিদ্যালয় এর পাশে বাজার পাড়ার আব্দুল মতিন বিশ্বাসের বাড়িতে। ওই সময় তার ৩ টা ঘরের তালা কেটে নিয়ে যায় নগদ ৪৬ হাজার টাকা, ৫ টি স্বর্ণের চেইন, ৫ টি আংটি, ১ জোড়া বালা। ঘটনাটি নিয়ে বাড়ির মালিক আব্দুল মতিন বিশ্বাস থানায় অভিযোগ করেছেন।

ওইদিন রাতে জানালার গ্রীল কেটে চোরেরা প্রবেশ করে কোটচাঁদপুর পৌর মহিলা কলেজে। ভাংচুর করে কলেজের বিভিন্ন কক্ষের লকার, ড্রয়ার ও আলমারি। তবে কি ধরনের ক্ষতি সাধিত হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুজ্জামান তুহিন। তিনি বলেন কলেজ ছুটির দিন ছিল। এরপরও কলেজে আসছিলাম। পরে আমার অফিস কক্ষ খুলতেই চোখে পড়ে জানালার গ্রীল কাটা। এরপর কলেজের অন্য কক্ষগুলো খোলার পর দেখতে পায় ভাংচুরের চিত্র।

তিনি বলেন, চোরেরা কি ধরনের ক্ষতি সাধিত করেছে, তা জানতে একটু ক্ষতিয়ে দেখতে হবে। এরপর বলা সম্ভব হবে ক্ষতির পরিমাণ। ওই ঘটনায় থানায় অভিযোগ করেছেন বলে জানিয়েছেন তিনি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর।

এ ব্যাপারে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) শারমিন আক্তার বলেন, অন্য কোন ঘটনার অভিযোগ হয়নি। তবে কলেজের ঘটনায় একটা অভিযোগ হয়েছে থানায়।

পড়ুন: ঝিনাইদহের বিদ্যাধরপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

দেখুন: ঝিনাইদহের ‘ভাইরাল গেটম্যান’ সুমি একাই একশ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন