28.4 C
Dhaka
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

ঝিনাইদহে চেতনানাশক খাইয়ে ২ বাড়িতে লুটপাটের অভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জে চেতনানাশক খাইয়ে দুই বাড়িতে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৬ জনকে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার বিনোদপুর গ্রামের অসিম ভদ্র ও রঘুনাথ ভদ্রের বাড়িতে এ ঘটনা ঘটে।

অসিম ভদ্রের স্ত্রী সঞ্চিতা ভদ্র বলেন, ‌‌বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আমরা সবাই রাতের খাবার খাই। তার কিছু সময় পরে আমাদের চোখে ঘুম চলে আসে। হঠাৎ করেই সবাই ঘুমিয়ে পড়ি। এর পর যা ঘটেছে আমার আর কিছু মনে পড়ছে না।

ভুক্তভোগী অসীম ভদ্র বলেন, ‘আমাদের চেতনানাশক খাইয়ে দুই বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণসহ অন্তত ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুল্লাল আল মামুন বলেন, ‘প্রাথমিক চিকিৎসা শেষে তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তারা এখন শঙ্কামুক্ত।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি শহীদুল ইসলাম হাওলাদারের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিক বার কল করলেও তিনি রিসিভ করেননি।

পড়ুন : ঝিনাইদহের যুবলীগ নেতার আগুনে যুবককে পুড়িয়ে হত্যা-বিচারের দাবিতে কালীগঞ্জে মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন