১৫/১১/২০২৫, ২১:৩০ অপরাহ্ণ
23 C
Dhaka
১৫/১১/২০২৫, ২১:৩০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঝিনাইদহে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দীর্ঘদিন ধরে চলমান জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। জলাবদ্ধতার স্থায়ী সমাধানে আধুনিক ও পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।

শনিবার (২ আগস্ট) বিকেলে শহরের পায়রা চত্বরে ‘ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি’র উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

‘ঝিনাইদহের উন্নয়নে, আমরা সবাই একসাথে’ এই স্লোগান ধারণ করে আয়োজিত মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, বর্ষা মৌসুম এলেই শহরের বিভিন্ন ওয়ার্ডে সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাটে পানি জমে যায়। কোথাও কোথাও দীর্ঘ সময় পানি জমে থাকার ফলে শিশু, বৃদ্ধসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়। স্কুলগামী শিক্ষার্থীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হয়, এমনকি বাসাবাড়ির রান্না ঘরের ভেতরেও পানি ঢুকে পড়ে।

বক্তারা বলেন, এই সমস্যা দিনকে দিন প্রকট আকার ধারণ করছে। অপরিকল্পিত ভবন নির্মাণ, খাল দখল, অকার্যকর ও অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে শহরের জলাবদ্ধতা ঘনীভূত হচ্ছে। তারা দ্রুত পুরনো ড্রেন সংস্কার, নতুনভাবে পরিকল্পিত ড্রেন নির্মাণ এবং দখলমুক্ত খাল খননের দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির প্রধান উপদেষ্টা ডা. মো. মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি এম এ কুদ্দুস, এম এ কবির, মো. আব্দুস সবুর, আবু সালেহ মো. মুসা, এমদাদুল্লাহ আল মারুফ, ইসলামী ব্যাংক হাসপাতালের ব্যবস্থাপক আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ জুয়েল, অর্থ সম্পাদক তাজনুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দিন মুন্না, শিক্ষা সম্পাদক ফারুক হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান মিল্টন তথ্যপ্রযুক্তি সম্পাদক তারেক মাহমুদ, প্রচার সম্পাদক আল মিরাজ, মহিলা বিষয়ক সম্পাদক সুরভী রেজা, সহ মহিলা বিষয়ক সম্পাদক শিরিন আক্তার প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন : ঝিনাইদহে ভরা নদীতে ঠিকাদারের ডাইভারশন বাঁধ, পানির নিচে ২০ গ্রামের ধান

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন