০৮/০৭/২০২৫, ২১:০৮ অপরাহ্ণ
26.1 C
Dhaka
০৮/০৭/২০২৫, ২১:০৮ অপরাহ্ণ

ঝিনাইদহে শিশুকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ

ঝিনাইদহ সদরের নরহরিদ্রা গ্রামে মুনতাহা নামের ২২ দিনের এক কন্যা শিশুকে ডোবার পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে।

আজ শনিবার (১৪ জুন) বিকাল ৩ টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিশুটির মা তানজীলা খাতুন কে হেফাজতে রেখেছে পুলিশ।

মুনতাহা হরিশংকরপুর ইউনিয়নের নরহরিদ্রা গ্রামের মিল্টন হোসেনের একমাত্র কন্যা ।

জানা যায়, দুপুরে নিজ ঘরে শিশু মুনতাহা কে নিয়ে শুয়ে ছিল মা তানজীলা খাতুন। কিছুক্ষণ পর বাড়ির অন্য সদস্যরা এসে দেখে মুনতাহা সেখানে নেই। পরে শিশুর মা কে জিজ্ঞাসা করলে বলে কেউ জ্বীনের বেশে এসে ওকে নিয়ে গেছে। পরে কিছুক্ষণ খোজাখুজির পর বাড়ির পাশের নলকুপের ডোবা থেকে মুনতাহার মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের অভিযোগ পরকীয়ার জেরেই শিশু কে পানিতে ডুবিয়ে হত্যা করেছে তার মা।

তবে এই শিশুর মৃত্যুর পর ঘটনাস্থলে গিয়ে তানজীলা খাতুনের ব্যবহৃত মোবাইল ফোন টি হেফাজতে নিলেও এ বিষয় নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহাফুজুর রহমান। লাশটি পোষ্ট মর্টেমের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠনোর প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

এনএ/

দেখুন: কতটা ভয়ংকর আর অস্বাস্থ্যকর খাবার তুলে দিচ্ছেন আপনার শিশুর মুখে! 

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন