১৯/০৭/২০২৫, ২:৫৫ পূর্বাহ্ণ
28 C
Dhaka
১৯/০৭/২০২৫, ২:৫৫ পূর্বাহ্ণ

ঝিনাইদহে সড়ক থেকে গৃহবধূর ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার কানাপুকুরিয়া নামক স্থানে সড়কে বন্যা খাতুন (১৯) নামে এক গৃহবধূর ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আরাপপুর হাইওয়ে থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

রোববার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে এঘটনা ঘটে। নিহত বন্যা খাতুন শৈলকূপা উপজেলার ত্রিবেনী ইউনিয়নের পদমদী গ্রামের সোহানের স্ত্রী।

ঝিনাইদহ হাইওয়ে পুলিশের ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, রোববার সকালে স্থানীয়রা ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের কানাপুকুরিয়া নামক স্থানে রাস্তার উপর ছিন্নভিন্ন এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে। পরে পথচারী ও স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে।

হাইওয়ে থানার ওসি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই নারী ঠিক কিভাবে দুর্ঘটনার শিকার হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। কোনো প্রত্যক্ষদর্শীও নেই। যানবাহনের ধাক্কায় এমনটি ঘটেছে বলে প্রাথমিক ভাবে মনে হয়েছে। এ ঘটনায় ঘাতক যানবাহন শনাক্তকরণ ও আটকের চেষ্টা চলছে।

পড়ুন: ঝিনাইদহে শিশুকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ

এস

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন