বজ্রপাত ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের দু-ধারে ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশ তালগাছের চারা রোপণ করেছেন।
আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল-থেকে দুপুর পর্যন্ত এ তালের চারা রোপণ কর্মসূচি করে আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস।
এ সময় ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়ন থেকে ঝিনাইদহের শেষ সীমানা পর্যন্ত ২০০টি তালের চারা রোপণ করা হয়।
ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন,মহাসড়কের দুই ধার দিয়ে তালগাছ লাগানোর হচ্ছে আমরা দেখি অনেক সময় বজ্রপাতের ঘটনা ঘটে,এতে কৃষকরা সহ অনেকেই ক্ষতিগ্রস্ত হয়। আমরা জানি তালগাছ বজ্রপাত নিরোধক এছাড়াও তালগাছ প্রকৃতির ভারসাম্য রক্ষায় বিরাট ভুমিকা রাখে সে কারণেই এই ছোট্ট প্রয়াস।
বিজ্ঞাপন
পড়ুন : ঘুস, দুর্নীতি বন্ধে ধানের শীষে ভোট দিতে হবে : সাবেক সচিব আঃ বারী

