34.5 C
Dhaka
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ঝিনাইদহে ছাত্র আন্দোলনের নেতার ভিডিও অপপ্রচারে সংবাদ সম্মেলন

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাইদুর রহমান ও মুখপত্র এলমা খাতুন কেন্দ্রীক ভিডিও অপপ্রচারের পর তদন্ত পরবর্তী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আজ শনিবার (২৯ মার্চ) দুপুরে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে অবস্থিত জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারেকুল ইসলাম, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আবু হুরায়রা, যুগ্ম আহবায়ক আনিসুর রহমান, যুগ্ম সদস্য সচিব রত্না খাতুন সহ অন্যান্যরা।

সে সময় সাবেক কেন্দ্রেীয় সমন্বয়ক তারেকুল ইসলাম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন,সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ঝিনাইদহের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাইদুর রহমান ও মুখপাত্র এলমা খাতুন সহ আরো ৫জন সাংগঠনিক কার্যক্রমের জন্য ঢাকায় গিয়ে ফিরতে রাত হওয়ায় এক শুভাকাঙ্খীর বাসায় রাত্রী যাপনকালে উক্ত বাসার ফ্রিজে একটি মদের বোতল পায় এবং সে বোতল নিয়ে একটু ঠাট্টা বিদ্রুপ করছিলেন।কিন্তু সেখানে উপস্থিত থাক ৭জনের কেউই মাদকাসক্ত না হওয়ায় সেটি পান করেনি।এটি কেউ উদ্দেশ্য প্রনোদিত ভাবে ভিডিও করে নি তাবে তারা ঝিনাইদহে ফিরে আসার পর ভিডিও ধারণকৃত ফোনটি ছিনতাই হয়ে যায়।এর পর কাটিং ভিডিও করে ফেইসবুকে কেউ অপপ্রচার চালচ্ছে।পুরো ভিডিওটি সামনে আসলে বিষয়টির সত্যতা বেরিয়ে আসত।বিষয়টি নিয়ে থানায় মামলা হয়েছে দ্রæতই জড়িতদেরকে ধরতে পুলিশ কাজ করছে।

এর আগে বিগত ২৫মার্চ সন্ধ্যা ৭টার দিকে ঝিনাইদহের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাইদুর রহমান ও মুখপাত্র এলমা খাতুনের একটি ভিডিও ভাইরাল হয় যেখানে এলমা খাতুনের হাতে একটি মদের বোতল এবং সাইদুর রহমান সহ তারা দুজনে এক বিছানায় দেখা যায়।মুহুর্তের মধ্যেই ফেইসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখা দেয়।এরপর সাইদুর রহমান ও এলমা খাতুনকে সাময়িক পদ স্থগিত রাখা হয়েছে।

এনএ/

দেখুন: ঝিনাইদহে ট্রিপল মা*র্ডা*র, এলাকায় আতঙ্ক 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন