24.7 C
Dhaka
সোমবার, এপ্রিল ২৮, ২০২৫

ঝিনাইদহে আগুনে পুড়ল ১২টি দোকান,কোটি টাকার ক্ষতি

ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে গেছে। সোমবার ( ২৪ ফেব্রুয়ারি) ভোরের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে হঠাৎ একটি দোকানে আগুন ধরে যায়, যা মুহূর্তের মধ্যে আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঝিনাইদহে দীপক হোটেলের ঘর মালিক বিএনপি নেতা তরিকুল ইসলাম জানান,

আমার দুইটা ঘর ছিল দুইটাই পুড়ে ছাই হয়ে গেছে ।অগ্নিকাণ্ডে দীপকের হোটেলসহ, মুদি, ইলেকট্রনিকস, ও অন্যান্য দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, এতে তাদের প্রায় কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা রয়েছে, তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

পড়ুন: ঝিনাইদহ ৩ জনকে গুলি করে হত্যা

দেখুন : ঝিনাইদহ ‘ভাইরাল গেটম্যান’ সুমি একাই একশ | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন