২০/০৬/২০২৫, ১০:০১ পূর্বাহ্ণ
31.3 C
Dhaka
২০/০৬/২০২৫, ১০:০১ পূর্বাহ্ণ

ঝিনাইদহে ওয়েল্ডিংয়ের আগুনে পুড়ে গেল দুই ট্রাক, আহত ২

ঝিনাইদহের কালীগঞ্জে একটি মোটর গ্যারেজে ওয়েল্ডিং এর কাজ করার সময় আগুন লেগে দুটি ট্রাক ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় আহত হয় ২ জন । মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার মল্লিকনগর এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলা বলিদাপাড়া মাঠপাড়া গ্রামের মোস্তফা মিয়ার ছেলে জিহাদুল ইসলাম (৩৫) ও দয়াপুর গ্রামের সাকিল হোসেনের ছেলে তানজিল হোসেন (১৬)।

স্থানীয়রা জানান, মল্লিকনগরের যশোর-ঝিনাইদহ মহাসড়কের পাশে অবস্থিত একটি মোটর গ্যারেজে ট্রাক মেরামতের সময় ওয়েল্ডিং মেশিন থেকে আগুন লাগে। আগুনটি দ্রুত তেলের ট্যাংকিতে ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে গ্যারেজের পাশে থাকা আরও একটি ট্রাকে আগুন ধরে যায়। মুহূর্তেই দুইটি ট্রাক পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. রবিউল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওয়েল্ডিং কাজের সময় আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে প্রায় ৫৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, মোটর গ্যারেজে কাজ করার সময় আগুন লেগে দুইটি ট্রাক পুড়ে ছাই হয়ে গিয়েছে। এসময় আগুনে পুড়ে গ্যারেজের মালিক ও একজন কর্মচারি আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্ব্যস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

পড়ুন: ঝিনাইদহের শৈলকুপায় দু’গ্রুপের সংঘর্ষে ৭ জন আহত, বাড়িঘর ভাঙচুর

দেখুন: ঝিনাইদহের ‘ভাইরাল গেটম্যান’ সুমি একাই একশ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন