34.5 C
Dhaka
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ঝিনাইদহে আগুনে পুড়ে ১২বিঘা পানের বরজ ছাই

ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলায় প্রায় ১২বিঘা জমির পানের বরজ আগুনে ভষ্মিভূত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৭ জন পানচাষী। ক্ষতিগ্রস্তরা হলেন,উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মোস্তবাপুর গ্রামের হারুন গাজির ছেলে আমজেদ আলি,আমজেদ আলীর ছেলে গফফার আলি,আমজেদ আলির ছেলে হান্নান,নওয়াব আলীর ছেলে আরিফ,আকরাম হোসেনের ছেলে আশরাফুল,হারুন গাজির ছেলে আনসার গাজি ও বজলুর রহমানের ছেলে শিমুল হোসেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মোস্তবাপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে পাশেই পানের বরজে হঠাৎ করেই এই আগুন লাগে। পরে স্থানীয়রা সহ ফায়ার সার্ভিসের ১টি ইউনটি আগুন নিয়ন্ত্রনে আনে।

ঝিনাইদহে স্থানীয়রা বলেন,

কোথা থেকে কিভাবে আগুন লেগেছে কিছুই জানি না। এরপর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে,কয়েক মিনিটে সবকিছু ছাই হয়ে গেছে। এতে ৭ জন চাষির ১২বিঘার মত জমির পানের বরজ পুড়ে গেছে। যার আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা।

ক্ষতিগ্রস্ত কৃষকরা বলেন,আমরা নিঃশ^ হয়ে গেছি। কীভাবে আগুন লেগেছে কেউ জানে না। আগুনে বরজ এমনভাবে পুড়েছে কোন কিছু অবশষ্টি নেই। বরজে সব ধরন্ত পান ছিল। সববরজ নতুন করে তৈরি করতে হবে।

এ বিষয়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন,আগুন ধরার সংবাদ শোনার পর ক্ষতিগ্রস্ত পানের বরজে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। তবে আগুনের সূত্রপাত জানা যায়নি।

পড়ুন:ঝিনাইদহে ট্রিপল মার্ডার ঘটনায় সন্দেহভাজন ২ জন আটক

দেখুন:ঝিনাইদহে ট্রিপল মা*র্ডা*র, এলাকায় আতঙ্ক | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন