23.8 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

ঝিনাইদহে ১ হাজার ২৫০ জন কৃষককে দেওয়া হল বিনামূল্যের সার ও বীজ

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা সহ উপজেলার ১১টি ইউনিয়নের সাড়ে ১২ শত কৃষকের মাঝে বিনামূল্যের বীজ ও সারায়নিক সার বিতরণ করা হয়েছে। রোববার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে বিতরন অনুষ্টানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা সহ-কারী কমিশনার ভ’মি শাহিন আলম। উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে গ্রীস্মকালীন প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ২৫০ জন কৃষককে প্রণোদণার তিল ও মুগ ফসলের বীজ এবং সার দেওয়া হয়। এদের মধ্যে ৭৫০ জন কৃষকতে মুগ ও ৫০০ জন কৃষককে তিল বীজ এবং কৃষক প্রতি ১৫ কেজি করে সার দেওয়া হয়।

ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাহাবুব আলম রনির সভাপতিত্বে কৃষি অফিস চত্বরে অনুষ্টিত ওই অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আক্তারুজ্জামান মিয়া ও কালীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি জামির হোসেন। এছাড়াও অনুষ্টানে উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ ও গনমাধ্যমকর্মী সহ কৃষি অফিসের অন্নান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

পড়ুন: ঝিনাইদহে সেই প্রাইভেট হাসপাতাল সিলগালা

দেখুন: কিছুই দমাতে পারেনি ৪ ফুট লম্বা ২১ বছরের নাহিদকে |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন