34.5 C
Dhaka
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের ইফতার মাহ‌ফিল

ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের উদ্যোগে এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত এই মাহফিলে জেলার বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া। এ ছাড়াও উপস্থিত ছিলেন ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান, সাধারণ সম্পাদক রাজিব হাসান এবং প্রেসক্লাব, রিপোটার্স ইউনিটি ও প্রেস ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

ইফতারের পূর্বে দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত সাংবাদিকদের নিহত হওয়ার ঘটনায় তাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সাংবাদিকরা একত্রিত হয়ে দেশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সমাজের উন্নতির জন্য প্রার্থনা করেন।

ইফতার মাহফিলের মাধ্যমে সাংবাদিকদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হয় এবং একে অপরের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন তারা। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, এই ধরনের উদ্যোগ সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য এবং সহযোগিতা বাড়াতে সহায়ক হবে।

পড়ুন : ঝিনাইদহে শেখ মুজিবের ভাষণ প্রচার করায় মাইক ভাঙচুর

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন