১০/১১/২০২৫, ২২:৩৩ অপরাহ্ণ
25 C
Dhaka
১০/১১/২০২৫, ২২:৩৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঝিনাইদহ সীমান্তের দুই শতাধিক দুস্থ মানুষের সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প

বিজ্ঞাপন

ঝিনাইদহের মহেশপুরে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সেচ্ছাসেবী সংগঠন সীমান্ত মানব কল্যাণ সংস্থার উদ্যোগে মেডিকেল ক্যাম্পে ২ শতাধিক নারী পুরুষকে প্রাথমিক স্বাস্থ্য সেবা দেয়া হয়।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা দেড়টার দিকে মহেশপুরের স্বরুপপুর ইউনিয়নের সীমান্তবর্তী পেপুলবাড়িয়া গ্রামে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা।

এসময় সীমান্ত মানবকল্যাণ সংস্থার সভাপতি মো. সাব্বির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর ও দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক আলাউদ্দীন আজাদ।

বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিস্ট্রার অফিসার হাসানুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ডা. শারমিন আক্তার।

এদিকে অবহেলিত সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রামে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরিমাপ ও রক্তচাপ পরিমাপের মতো সেবা পেয়ে খুশি স্থানীয়রা। এমন উদ্যোগের ধারাবাহিকতা চান তারা।

জেলা সমাজসেবা কার্যালয়ের রেজিস্ট্রার অফিসার হাসানুজ্জামান বলেন, সীমান্ত মানব কল্যাণ সংস্থার উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। মানবতার কল্যাণের জন্য এধরণের উদ্যোগ জরুরি।

সীমান্ত মানব কল্যাণ সংস্থার সভাপতি মো. সাব্বির আহমেদ বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে সহযোগিতা নিয়ে আমরা দাঁড়াতে চাই। গ্রামের মানুষ অনেকেই তাদের রক্তের গ্রুপ সম্পর্কেও জানে না। সীমান্তবর্তী মানুষেরা আরও পিছিয়ে আছে। আমরা মানুষের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিয়ে কাজ শুরু করেছি। আগামীতে আরও নানা উদ্যোগ নিয়ে আমরা কাজ করব।

পড়ুন : ঝিনাইদহে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন