১৯/০৭/২০২৫, ১:৪১ পূর্বাহ্ণ
28 C
Dhaka
১৯/০৭/২০২৫, ১:৪১ পূর্বাহ্ণ

ঝিনাইদহ সীমান্তে নারী শিশুসহ ১৬ জনকে পুশইন করল বিএসএফ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী শিশু সহ ১৬ জনকে পুশইন করে বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পুশইনকৃত ১৬ বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন বলে জানিয়েছে বিজিবি। ১৯৪ বিএসএফ ব্যাটেলিয়নের কুমারীপাড়া বিএসএফ সদস্যরা ১৬ বাংলাদেশিকে ভারতীয় সীমান্তের ভেতর থেকে আটক করে।

শুক্রবার রাত সাড়ে ৮টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুশইনকৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী ও ৮ জন শিশু।

বিজিবি জানিয়েছে, শুক্রবার দুপুর ১২টার দিকে ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের অধীন কুমারিপাড়া বিএসএফ কোম্পানী কমান্ডার মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীন বাঘাডাংগা কোম্পানীর খোসালপুর বিওপি কমান্ডার’কে ১৬ বাংলাদেশিকে আটকের বিষয়ে জানান।

পরে বিএসএফ আটক বাংলাদেশি নাগরিকদের ফেরত নিতে বিজিবিকে অনুরোধ করে পতাকা বৈঠক আহ্বান করে। বিএসএফ ও বিজিবির দ্বিপাক্ষিক আলোচনার লক্ষ্যে বিকাল সাড়ে ৫টার দিকে সীমান্ত পিলার ৬০/৮৫-আর (পিলার) এর নিকটে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের মাধ্যমে ১৬ বাংলাদেশিকে ফেরত নেয় বিজিবি। পুশইনকৃত ১৬ জনকে মহেশপুর থানায় তাদের সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, এখনো আমরা এধরণের কাউকে পাইনি। হয়তো অফিসিয়াল কার্যক্রম শেষে বিজিবি তাদেরকে থানায় সোপর্দ করবে।

পড়ুন: ঝিনাইদহ ২৫০ শয্যা হাসপাতালে আইসিইউ সিসিইউ চালুর দাবিতে মানববন্ধন

এস

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন