26.5 C
Dhaka
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

ঝিনাইদহ সীমান্তে ২৫ বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযানে ২৫ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। আটককৃতরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এছাড়া সীমান্তে পৃথক অভিযানে ৩৪ বোতল ফেনসিডিল ও ১৭২০ পিচ ভারতীয় আতশবাজি উদ্ধার করেছে বিজিবি।

শনিবার (১২ এপ্রিল) মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন, চট্রগ্রাম জেলার হালিশহর থানার দক্ষিন হালিশহর গ্রামের নিমাই দাসের ছেলে হৃদয় (২১), পিরোজপুর জেলার কাউখালী থানার নিলতী গ্রামের বারেক মোল্লার ছেলে মো: সোহেল (৩২), সাতক্ষীরা জেলার দেবহাটা থানার খেজুরবাড়িয়া গ্রামের হারুন আলী মোল্লার ছেলে ছামাদুল ইসলাম (৩৭), যশোর জেলার ঝিকরগাছা থানার মাঠশিয়া গ্রামের গোপাল চন্দ্র বিশ্বাসের ছেলে উজ্জল কুমার বিশ্বাস (৪৫), সাতক্ষীরা জেলার কলারোয়া থানার বহুরা গ্রামের আতিয়ার রহমানের ছেলে ওবাইদুল ইসলাম (৪০), বগুড়া জেলার নন্দীগ্রাম থানার দেওতা গ্রামের মোস্তফা আলীর ছেলে শাহিন আলম (২৩), সাতক্ষীরা জেলার আশাশুনি থানার ধানাহাটা গ্রামের আনছার আলীর ছেলে কাজল গাজী (৪১), যশোর জেলার ঝিকরগাছা থানার সোনাকুড় গ্রামের মিজানুর রহমানের ছেলে আসানুর রহমান (২৫), বাগেরহাট জেলার মোংলা থানার চাদপাই গ্রামের বাবু রাম মৃধার ছেলে দেব রঞ্জন মৃধা (৪৩), সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার লেঙ্গুর গ্রামের দুলাল দাসের ছেলে পরেশ দাস (২৫), নেত্রকোণা জেলার পূর্বধলা থানার আন্দা গ্রামের নওয়াজ আলীর ছেলে জাকির হোসেন (২০), গোপালগঞ্জ জেলার সদর থানার কাড়ালগাতি গ্রামের রাখাল বিশ্বাসের ছেলে জয় বিশ্বাস(২৪)।


আটককৃতদের মধ্যে ৮ জন নারী ও ৪ জন শিশু রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেনীপুর, কুসুমপুর, বাঘাডাংগা, মাধবখালী, নতুনপাড়া ও খোসালপুর সীমান্তে অভিযান চালিয়ে ২৫ বাংলাদেশিকে আটক করে বিজিবি। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

পড়ুন : ঝিনাইদহে রাতের আধাঁরে দুই কৃষকের ড্রাগন ও পেয়ারা বাগান কেটে সাবাড়

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন