১৯/০৭/২০২৫, ২:০৪ পূর্বাহ্ণ
28 C
Dhaka
১৯/০৭/২০২৫, ২:০৪ পূর্বাহ্ণ

ঝিনাইদহ ২৫০ শয্যা হাসপাতালে আইসিইউ সিসিইউ চালুর দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসিইউ, সিসিইউ, কিডনি ডায়ালাইসিস, এমআরআই ও সিটি স্ক্যান চালুর দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির ব্যানারে আয়োজিত মানববন্ধনে শতাধিক সাধারণ মানুষ অংশ নেন।

শনিবার (১৪ জুন) সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ের সামনে সড়কের পাশে এই মানববন্ধন পালিত হয়।

মানববন্ধন কর্মসুচিতে ঝিনাইদহের সাধারণ মানুষের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধি, পেশাজীবী সংগঠন, মানবাধিকার কর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মানববন্ধন কর্মসুচি শেষে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাশার।

সমাবেশে বক্তব্য রাখেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, সাব্বির আহমেদ জুয়েল, তাজনুর রহমান, ফখরুদ্দিন মুন্না ও রেল আব্দুল্লাহ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ঝিনাইদহ ২৫০ শয্যা হাসপাতাল জেলার মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসাস্থল। অথচ হাসপাতালে আধুনিক চিকিৎসা ব্যবস্থার চরম অভাব রয়েছে। হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ), ডায়ালাইসিস, এমআরআই এবং সিটি স্ক্যানের মতো অত্যাবশ্যকীয় আধুনিক প্রযুক্তিগত সেবা থাকা জরুরি। কিন্তু এসবের কিছুই সদর হাসপাতালে নেই। এতে জেলার প্রায় ২১ লাখ মানুষ উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত।

মানববন্ধন শেষে জেলায় বিদ্যমান স্বাস্থ্য সেবা সংকট ও সমস্যা নিরসনে স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। ঝিনাইদহ ২৫০ শয্যা হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমানের কাছে এ স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।

পড়ুন: ঝিনাইদহে বিএনপির নেতার সমাবেশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

এস

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন