ঝিনাইদহের মহেশপুরের লড়াইঘাট সীমান্তে বিএসএফের গুলিতে আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
গতকাল বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাত ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত ওই ব্যক্তির নাম নাসির উদ্দিন (৪০)। তিনি উপজেলার শ্যামকুড় গ্রামের লুৎফর মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চলতি মে মাসের ১৭ তারিখ রাত ৮টার দিকে মহেশপুর উপজেলার লড়াইঘাট বিওপি সংলগ্ন (বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশ করানোর সময়) সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করে নাসির, সোহাগ ও রিপন। ওই সময় ভারতের পাখিউড়া বিএসএফ ক্যাম্পের বিএসএফ সদস্যদের সঙ্গে তাদের মারামারির ঘটনা ঘটে। তখন বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে নাসির বুক, পেট ও পায়ে গুলি লেগে গুরুতর আহত হন। ওই সময় সোহাগ ও রিপন সামান্য আহত হন। পরে সীমান্ত থেকে আহতের স্বজনরা তাদের উদ্ধার করে নিয়ে আসে। সোহাগ ও রিপনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং নাসিরকে প্রথমে চুয়াডাঙ্গার একটি হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় নাসিরকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে নাসির মারা যান।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সীমান্তে বিএসএফের ছররা গুলিতে আহত নাসিরের মৃত্যু হয়েছে।
ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফট্যানান্ট কর্নেল রফিকুল আলম বলেন, গত ১৭ তারিখে সীমান্তে একটি ঘটনা ঘটেছিল। কিন্তু এ বিষয়ে কেউ আমাদের কাছে অভিযোগ করেনি।
এনএ/


