ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী । আজ দুপুরে সদর উপজেলার মধুপুর বাজার সংলগ্ন এলাকায় শত-শত মানুষ সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মাছুমের নির্মাণশিল্প প্রতিষ্ঠানের পরিবেশ দূষণে অতিষ্ট হয়ে এ অবরোধ করে । প্রায় ঘন্টাব্যাপি চলা অবরোধ সমাপ্তি হয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আকতার চৌধুরী আশ্বাসে ।
এলাকাবাসীর অভিযোগ, গত ১৫ বছর আগে ঝিনাইদহ-মাগুরা সড়কের মধুপুর বাজারে ঠিকাদার মিজানুর রহমান মাছুম নির্মাণ শিল্প ( পিচ, খোয়া, সিমেন্টসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী ) প্রসেসিং প্রতিষ্ঠানটি স্থাপন করেন ।
এরপর থেকেই এলাকাবাসীর নানাবিধ অভিযোগ করতে থাকে । কারণ, রাস্তা ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান নির্মাণ সামগ্রী প্রসেসিং হওয়ার কারণে, এলাকায় সবসময় শব্দ, বায়ু ও পরিবেশদূষণে অতিষ্ট এলাকাবাসী । রাতদিন ২৪ ঘন্টা কালো ধোয়া ও উড়ন্ত ছাইয়ের কারণে তাদের বসতভিটায় বসবাস, আশেপাশের জমির ফসলের চরম ক্ষতি. শ্রবণশক্তি কমে যাওয়া, শ্বাসকস্টসহ বিভিন্ন জটিল ও কঠিন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ । তবে অবরোধ ও বিক্ষোভের একপর্যায়ে ইউএনও সাময়িকভাবে প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন। বিক্ষোভকারীরা শান্ত হয়ে ঘরে ফেরে। কিন্তু এ সময়ে রাস্তার দুইপাশে কমপক্ষে ২শতাধিক বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তীতে পড়ে সাধারণ যাত্রীরা।

ঝিনাইদহ এ সময় আরো উপস্থিত ছিলেন সদরের ওসি আব্দুল্লাহ আল মামুন,
আরাপপুর হাইওয়ে থানা ওসি ফয়সাল আহমেদ, সমাজ সেবা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী, এসি ল্যান্ড সজল কুমার দাশসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
পড়ুন : ঝিনাইদহে স্যান্ডেল হারানোকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১০ জন
দেখুন : ঝিনাইদহের ‘ভাইরাল গেটম্যান’ সুমি একাই একশ |
ইম/