27 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

ঝিনাইদহ সীমান্তে ২৭ বাংলাদেশি আটক, কোকেন-মদ উদ্ধার

অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ২৭ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে ১০ জন নারী ও ৮ জন শিশু রয়েছেন। এছাড়া পৃথক অভিযানে বিপুল পরিমাণ কোকেন, ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।

সোমবার (১০ মার্চ) রাতে ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম (ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খোশালপুর, কুসুমপুর ও বেনীপুর বিওপি পৃথক অভিযান চালিয়ে ১০ নারী ও ৮ শিশুসহ ২৭ বাংলাদেশি নাগরিককে আটক করে। আটককৃতরা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। আটকরা হলেন- বরগুনা সদর উপজেলার চালিতাতলী গ্রামের মনমথ হাওলাদার (৫৫), মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার চারিগাঁও গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে শাওন শেখ (৩৩), গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া গ্রামের বিষ্ণু ঢালী (৭০), খুলনার তেরখাদা উপজেলার শেখপুরা গ্রামের শচীন বিশ্বাস (৫৭), যশোরের মনিরামপুর উপজেলার কুচলিয়া গ্রামের বিজ্ঞান মন্ডলের ছেলে চয়ন মন্ডল (১৯), নোয়াখালীর হাতিয়া উপজেলার আঠার বেকী গ্রামের মৃত ব্রজলাল জলদাসের ছেলে গৌরাঙ্গ জলদাস (৪৫), গৌরাঙ্গ দাসের ছেলে তীর্থ জলদাস (১৭), পার্থ জলদাস ও একই গ্রামের মৃত সূর্য কান্তদাসের ছেলে রাজু জলদাস (২৬)।

এ ছাড়া হাবিলদার আব্দুল কাদেরের নেতৃত্বে সাফদারপুর রেলওয়ে স্টেশনে খুলনাগামী মহান্দা ট্রেনে অভিযান পরিচালনা করে ১ কেজি ৩০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়। একই দিন পৃথক অভিযানে চুয়াডাঙ্গার জীবননগর থানা মোড় থেকে ১৫ বোতল, হরিহরনগর গ্রাম থেকে ৪৫ বোতল, নতুনপাড়া গ্রাম থেকে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

অপরদিকে রাজাপুর বিওপি ও খোশালপুর বিওপি পৃথক অভিযান চালিয়ে ৭৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এ ছাড়া মাধবখালী বিওপি অপর এক অভিযানে মাধবখালী গ্রাম থেকে ১৮৩০ পিস উত্তেজক ট্যাবলেট উদ্ধার করে। আটককৃত ওষুধের আনুমানিক মূল্য ২ লাখ ৬২ হাজার ৯০০ টাকা। উদ্ধার হওয়া মাদক ও ট্যাবলেট ওষুধ বিজিবির স্টোরে সংরক্ষিত রয়েছে।

ঝিনাইদহ মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা বলেন,

আটক বাংলাদেশি নাগরিকদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তাদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। এ ছাড়া অপর আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হবে।

পড়ুন : ঝিনাইদহে এক শিশুকে ধর্ষণের ঘটনায় তরুণ গ্রেপ্তার

দেখুন :ঝিনাইদহের ‘ভাইরাল গেটম্যান’ সুমি একাই একশ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন