২০/০৬/২০২৫, ১১:০৩ পূর্বাহ্ণ
31.3 C
Dhaka
২০/০৬/২০২৫, ১১:০৩ পূর্বাহ্ণ

ঝিনাইদহ রাসূলকে (সঃ) নিয়ে কটুক্তি, বিশ্ববিদ্যালয় কর্মকর্তাকে গণধোলাই

রাসূল (সঃ) কে নিয়ে কটুক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে একজনকে গণধোলাই দিয়েছে জনতা। গণধোলাইয়ের শিকার মোজাম্মেল হক হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের ডুলিয়া গ্রামের বাসিন্দা ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিস বিভাগের কর্মকর্তা।

গত রোববার (২০ এপ্রিল) তাহেরহুদা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরে বিষয়টি স্থানীয় ভাবে মীমাংসা হলেও পরে তা জানাজানি হয়ে যায়।

স্থানীয়রা জানায়, মোজাম্মেল হক দীর্ঘদিন ধরে নবী-রাসূলদের নিয়ে কটুক্তি করে আসছিল। আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত থাকার কারণে আগেও প্রকাশ্যে নবী-রাসূলদের নিয়ে কুরুচিপুর্ণ মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি রাসূল (সঃ) কে নিয়ে কুরুচিপুর্ণ ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে গ্রামের লোকজন তার কাছে ঘটনার কারণ জানতে গেলে তিনি তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে লোকজন তাকে ধরে গণধোলাই দিয়ে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে মৌখিক মুচলেকা সাপেক্ষ্যে ছেড়ে দেয়।

তাহেরহুদা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য কাজী মোখলেসুর রহমান রাসু বলেন, মোজাম্মেল হক আগেও নবী-রাসূল কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছে। সম্প্রতি সে একই কাজ করায় এলাকার যুবক ছেলেরা তাকে ধরে মারধর করেছে বলে শুনেছি। পরে তাকে আটকে পুলিশে খবর দিলে পুলিশের কাছে সে মৌখিক ভাবে দায় স্বীকার করে মাফ চায়। আর কখনো এমন কাজ করবে না মর্মে মুচলেকা দিয়ে সে ছাড়া পেয়েছে।

এ ঘটনা সম্পর্কে জানতে অভিযুক্ত মোজাম্মেল হকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিণাকুণ্ডু থানার ওসি এমএ রউফ খান কে বলেন, এটা কয়েকদিন আগের ঘটনা। জানতে পেরেছি, মোজাম্মেল হক আহলে কোরআন ওয়াল জামাত নামে একটি মতবাদে বিশ্বাসী। তিনি হাদিস মানেন না। এ নিয়ে গ্রামের লোকজনের সঙ্গে তার বিরোধ ছিল।

ওসি আরও বলেন, গ্রামবাসীর অভিযোগ মোজাম্মেল হক নবী-রাসূল কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। ঘটনাস্থলে গিয়ে মোজাম্মেল হক সহ গ্রামবাসীর সঙ্গে কথা বলেছি। প্রাথমিকভাবে মোজাম্মেল হক দোষ স্বীকার করে ক্ষমাপ্রার্থনা করায় তাকে ছেড়ে দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পড়ুন: ঝিনাইদহে ওয়েল্ডিংয়ের আগুনে পুড়ে গেল দুই ট্রাক, আহত ২

দেখুন: ঝিনাইদহের ‘ভাইরাল গেটম্যান’ সুমি একাই একশ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন