জীবনের ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত নৌকায় রাজাবাড়ীর গড়াই নদী পারাপার করেন কয়েক উপজেলার মানুষ। একটি ব্রিজ ভোগান্তি কমাতে পারে লাখো মানুষের। পারাপার সহজ করার পাশাপাশি ভূমিকা রাখতে পারে অর্থনৈতিক উন্নয়নে।
পদ্মা নদীর প্রধানতম শাখা নদী হচ্ছে গড়াই। হার্ডিঞ্জ ব্রিজের প্রায় ১৯ কিলোমিটার দক্ষিণে পদ্মা থেকে এর উৎপত্তি। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়ন দিয়ে বয়ে চলেছে। দৈনন্দিন নানা কাজে কয়েক জেলার মানুষকে পার হতে হয় এই নদী। কিন্তু আছে মাত্র দুটি ইঞ্চিন চালিত নৌকা।
পারাপারে দীর্ঘ সময় লাগে যাত্রীদের। বেশীর ভাগ সময় ট্রলারের জন্য অপেক্ষায় থাকতে হয়। স্রোতশ্বিনী হওয়ায় থাকে ডুবে যাওয়ার ঝুঁকিও। এতে নানা ভোগান্তিতে পড়তে হয় পারাপারকারীদের।
যাত্রী ও সাধারণ মানুষের দাবী একটি সেতু নির্মাণ করলে এলাকার উন্নয়নের পাশাপাশি মানুষের অনেক দুর্ভোগের লাঘব হবে। ইউনিয়ন পরিষদের চেযারম্যান বলছেন প্রস্তাবনা পাঠানো হয়েছে। খুব শীঘ্রই মূল কাজ শুরু হবে।
রাজবাড়ী, বালিয়াকান্দি, পাংশা, কালুখালীর মানুষের সাথে মাগুরা, শৈলকূপা, ঝিনাইদহ, ফরিদপুরের যাত্রী সাধারণের নৌকায় যাতায়াতের অন্যতম মাধ্যম হলো রাজবাড়ীর বালিয়াকান্দির নারুয়া খেয়াঘাট।