দিন কয়েক আগেই শেষ হয়েছে এশিয়া কাপ। মহাদেশীয় এই আসর শেষে দেশে ফিরেনি বাংলাদেশ। কারণ আরব আমিরাতেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলছে তারা। টি-টোয়েন্টি দিয়ে আজ মাঠের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই দল।
শারজাহতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান।
বাংলাদেশের একাদশে নেই তাওহিদ হৃদয়। তার পরিবর্তে ফিরেছেন ওপেনার তানজিদ তামিম।
বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলী, নুরুল হাসান, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।
বিজ্ঞাপন

