১৪/০৭/২০২৫, ১৭:৫৫ অপরাহ্ণ
25.7 C
Dhaka
১৪/০৭/২০২৫, ১৭:৫৫ অপরাহ্ণ

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

প্রথম দিন ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় সেদিন আর খেলা হয়নি। তবে রাউয়ালপিন্ডির দ্বিতীয় দিনে বৃষ্টি নেই। তাই আজ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এই ম্যাচের একাদশে একটি বদল এনেছে বাংলাদেশ। তাসকিন আহমেদকে জায়গা করে দিয়েছেন শরিফুল ইসলাম।

পাকিস্তানের একাদশে পরিবর্তন এসেছে দুটি। নাসিম শাহ ও শাহিন শাহ আফ্রিদির জায়গা নিয়েছেন আবরার আহমেদ ও মীর হামজা।

পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ আগের ম্যাচেই পেয়েছিলো বাংলাদেশ। স্বাগতিকদের হারিয়েছিল ১০ উইকেটের ব্যবধানে। রাউয়ালপিন্ডিতে দ্বিতীয় ম্যাচে জয় পেলেই সিরিজ জয়ের স্বাদটাও পাবে বাংলাদেশ। এর আগে শুধু চারবার টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। এবার সেটিকে পাঁচে নিয়ে যাওয়ার সুযোগ আছে বাংলাদেশের কাছে।

বাংলাদেশ একাদশ : সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।

পাকিস্তান একাদশ: সাইম আইয়ুব, আবদুল্লাহ শফিক, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), আগা সালমান, খুররম শেহজাদ, মির হামজা, আবরার আহমেদ ও মোহাম্মদ আলী।

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন