অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। ব্যাটিং করছে অস্ট্রেলিয়া।
ইংল্যান্ডের নটিংহ্যামে এখন মুখোমুখি চলতি বিশ্বকাপ আসরের পয়েন্ট টেবিলের তৃতীয় ও পঞ্চম স্থানে থাকা দলদুটি। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের আজকের ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ হওয়ায় বাড়তি উওেজনা কাজ করছে বাংলাদেশী ক্রিকেট প্রেমীদের মাঝেও।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা(অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।
অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), উসমান খাজা, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কোস স্টইনিস, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), নাথান কুল্টার-নাইল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।