26.5 C
Dhaka
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

টাইমস স্কয়ারে বাংলা নববর্ষ উদ্‌যাপন

টানা বৃষ্টি আর ঠান্ডা হাওয়ার দাপট উপেক্ষা করে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে জমকালো আয়োজনে উদ্‌যাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩২। অনুষ্ঠানের আয়োজন করেন মুক্তধারা এবং এনআরবি (প্রবাসী বাঙালিরা)।

অনুষ্ঠানে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ থেকে যাওয়া শিল্পীদের সঙ্গে একত্রিত হন অতিথিরাও। বাঙালি সংস্কৃতির নানা বৈশিষ্ট্য দর্শকদের সামনে তুলে ধরেন তারা।

অনুষ্ঠানের সূচনা হয় ‘এসো হে বৈশাখ’ গান দিয়ে। এরপর একে একে মঞ্চে উঠে আসে নানা সাংস্কৃতিক পরিবেশনা। বেশিরভাগ পরিবেশনায়ই তুলে ধরা বাঙালি সংস্কৃতি।

এ সময় ছেলেরা পরেছিলেন সাদা পাঞ্জাবি-পাজামা আর মেয়েরা লাল পাড় সাদা শাড়ি। দিনভর এই অনুষ্ঠানে মুখর ছিল টাইমস স্কোয়ার। বাঙালির প্রাণের উচ্ছ্বাস যেন ঢেকে দিয়েছিল বৈরি প্রকৃতিকেও।

গত বছর টাইমস স্কয়ারে লাখো মানুষের উপস্থিতিতে উদ্‌যাপিত হয়েছিল বাংলা নববর্ষ। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবারও নিউ ইয়র্কের গভর্নর হাউজে আগামী ২৮ এপ্রিল, সোমবার আরও একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। সেখানেও থাকবে সাংস্কৃতিক প্রদর্শনী।

এর পাশাপাশি, নিউ ইয়র্কের গভর্নরের সঙ্গে প্রবাসী বাঙালি প্রতিনিধিদের প্যানেল আলোচনা হওয়ারও কথা রয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ৫০ জনেরও বেশি বিশিষ্ট ব্যক্তি অংশ নেবেন বলে জানা গেছে।

অনুষ্ঠানের মূল আয়োজক বিশ্বজিৎ সাহা জানান, ‘এই উৎসব দুই দেশের বাঙালিদের ঐক্য এবং আমাদের ভাষা ও সংস্কৃতির প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ।’

এদিকে, জ্যাকসন হাইটসেও বাংলা নববর্ষ পালিত হয়েছে। নিউ ইয়র্ক শহরের বুকে ফের একবার বাঙালি সংস্কৃতির ঝলক দেখা গেল ওই অনুষ্ঠানের মাধ্যমে।

পড়ুন : আন্তর্জাতিক গণমাধ্যমে ঢাকার ‘মার্চ ফর গাজা’

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন