30 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫

সড়ক দুর্ঘটনায় ১২ লাখ টাকার বিনিময়ে সমঝোতা

জয়পুরহাটে কালাইয়ে প্রাইভেট কার ও চার্জার ভ্যানের সংঘর্ষে দু’জন ব্যক্তি নিহত হয়েছে।

আজ বুধবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ৩টায় বাঁশের ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটেছে।

এঘটনায় ভ্যানচালকসহ দু’জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাস্থলেই স্থানীয় লোক প্রাইভেট কারের ড্রাইভারকে আটক করলে স্থানীয় পুলিশ- প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী হস্তক্ষেপে ড্রাইভারকে হেফাজতে নেয়। তখন ড্রাইভারকে ছিনিয়ে নেওয়ার সময় পুলিশ ও গ্রামবাসিদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে।

তবে এখনও পুলিশের হেফাজতে রয়েছে প্রাইভেট কার ও ড্রাইভার চয়ন তালুকদার। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা মৃত আব্দুস সাত্তার তালুকদারের ছেলে।

নিহতরা হলেন, উপজেলার ভূগোইল গ্রামের মৃত শাহমুদ্দিনের ছেলো মোহাম্মদ ইদ্রিস ও একই গ্রামের মৃত লোকমান আলী মন্ডলের ছেলে মোফাজ্জল হোসেন মন্ডল। আর আহত হলেন একইগ্রামের মৃত সোলায়মান আকন্দের ছেলে ভ্যান ড্রাইভার নুরুল ইসলাম আকন্দ ও একই উপজেলার বুড়োইল গ্রামের মৃত ভিনসের ফকিরের ছেলে আশরাফ আলী ফকির বলে জানাগেছে।

এদিকে, এঘটনাকে কেন্দ্র করে পুলিশ- প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী ও গ্রামবাসিদের মধ্যে ১২ লাখ টাকার বিনিময়ে সমঝোতা হয় বলে জানিয়েছেন নিহত-আহত পরিবার ও সংশ্লিষ্টরা।

এ বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইফতেখার রহমান, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন, ইন্সপেক্টর (তদন্ত) এস এম কামাল হোসাইনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।

এছাড়াও নিহত ব্যক্তির মৃত্যুর সনদ নিতে লাশ নিয়ে হাসপাতালে আসেন পরিবার। কিন্তু এক লাশ হাসপাতালে আসলেও দু’লাশের সনদ দেন কর্তব্যরত ডাঃ আশিফুর রহমান।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, এঘটনায় কোন সমঝোতা হয়েছে কি-না জানা নেই। তবে অভিযোগ পেলেই আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।

এনএ/

দেখুন: টাকার নোটে থাকছে না বঙ্গবন্ধুর ছবি

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন