চাঁদপুরের হাইমচরে সরকারি মহাবিদ্যালয় ছাত্রদল সভাপতি আহসান হাবিবকে কুপিয়ে জখম করা হয়েছে। রাজনৈতিক অভ্যন্তরিন কোন্দলে এই ঘটনা ঘটেছে বলে জানান কলেজ কর্তৃপক্ষ।
পরিস্থিতি স্বাভাবিক করতে এ ঘটনায় সিয়াম নামে একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আজ (মঙ্গলবার) বিকালে নাগরিক টেলিভিশনকে এ তথ্য জানিয়েছেন হাইমচর থানার ওসি মহিউদ্দিন সুমন।
আহত আহসান হাবিবের মামা দুলাল বলেন, পরিকল্পিতভাবে আহসান হাবিবের ওপর হত্যাচেষ্টা করেছে মিরাজসহ তার দলবল। আহত আহসান হাবিবের অবস্থা আশঙ্কাজনক।
এর আগে সকালে ক্যাম্পাসের সামনে ছাত্রদের দুই পক্ষ আধিপত্যের জেরে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে। এরই প্রেক্ষিতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে এক পর্যায়ে আহসান হাবিবের শরীরে ধারালো অস্ত্রের কোপ লাগে।
পরে তাকে হাসপাতালে নেয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত ঢাকায় রেফার করে কর্তব্যরত চিকিৎসক।
হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল ইসলাম নাগরিক প্রতিনিধিকে জানান, যারা এ ঘটনা ঘটিয়েছে সেই আহসান হাবিব ও মিরাজ উভয়েই এই প্রতিষ্ঠানের ছাত্র। আমরা সিরাজুল ইসলাম মিরাজকে সাময়িকভাবে তাৎক্ষনিক বরখাস্ত করেছি। ঘটনাটি তদন্তের জন্য কলেজ কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করেছে।