টাঙ্গাইলে জনসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
বুধবার বিকেলে শহরের পৌর উদ্যানে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় নেতাকর্মীরা সমবেত হন। পরে সেখানে বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন সুলতান সালাউদ্দিন টুকু।
বক্তব্য শেষে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করে। পরে মিছিলটি টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
উল্লেখ্য, টাঙ্গাইলের ৮টি আসনের মধ্যে ৭টি আসনে ইতোমধ্যে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে। তবে টাঙ্গাইল-৫ (সদর) আসনের প্রার্থী এখনো ঘোষণা করা হয়নি।
পড়ুন: পাইপলাইনের কাজ করবে ওয়াসা, রাজধানীতে যানজটের শঙ্কা
দেখুন: টাঙ্গাইলে বাসে ডাকাতি: গ্রে*প্তার ১, কিছু মালামাল উদ্ধার
ইম/

