২০/০৬/২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ণ
31.3 C
Dhaka
২০/০৬/২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ণ

টানা চার জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে গুজরাট

পাঞ্জাব কিংসের বিপক্ষে হার দিয়ে এবারের আইপিএল শুরু করেছিল গুজরাট টাইটান্স। এরপর থেকে হারতে ভুলে গেছে তারা। বুধবার (৯ এপ্রিল) রাজস্থান রয়্যালসকে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিল দলটি। আগের তিনটি জয় মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে।

গুজরাটের ৬ উইকেটে ২১৭ রানের জবাবে ১৫৯ রানে অলআউট হয়েছে রাজস্থান। শুভমান গিলের দলের জয় ৫৮ রানে। এটা আইপিএলে রানের হিসাবে তাদের তৃতীয় সর্বোচ্চ বড় জয়, ২০২৩ সালে মুম্বাইয়ের বিপক্ষে ৬২ রানের জয়টি সবার শীর্ষে। আগের বছর লখনৌর বিপক্ষেও একই ব্যবধানে জিতেছিল তারা।

পাঁচ ম্যাচ খেলা গুজরাট টানা চার জয়ে উঠেছে পয়েন্ট টেবিলের শীর্ষে। ৮ পয়েন্টের পাশাপাশি তাদের নেট রানরেট ১.৪১৩। যা অন্য যেকোনো দলের চেয়ে বেশি। ৬ পয়েন্ট নিয়ে এখনও হারের মুখ না দেখা দিল্লি ক্যাপিটালস আছে দুই নম্বরে। ৬ পয়েন্ট করে আছে যথাক্রমে তিন, চার ও পাঁচে থাকা বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস ও লখনৌ সুপার জায়ান্টসের।

গুজরাটের জয়ের নায়ক সাই সুদর্শন। ওপেন করতে নেমে ৫৩ বলে ৮ চার ও ৩ ছয়ে ৮২ রানের ইনিংস খেলেন তিনি। জস বাটলার ও শাহরুখ খান দুজনেই করেন ৩৬ করে। বাকিদের মধ্যে রাহুল তেওয়াটিয়া ২৪ ও রশিদ খান ১২ রান করেন। রাজস্থানের হয়ে ২টি করে উইকেট নেন তুষার দেশপান্ডে ও মহেশ থিকশানা।

রাজস্থানের শিমরন হেটমেয়ারের ৩২ বলে ৫২ ও সাঞ্জু স্যামসনের ২৮ বলে ৪১ জয়ের জন্য যথেষ্ট ছিল না। রিয়ান পরাগের ব্যাট থেকে ১৪ বলে আসে ২৬ রান। গুজরাটের হয়ে ২৪ রান খরচায় ৩ উেইকেট নেন প্রসিধ কৃষ্ণা। ২টি করে উইকেট পান রশিদ খান ও সাই কিশোর।

পড়ুন : চেন্নাইকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে দিল্লি

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন