31 C
Dhaka
রবিবার, নভেম্বর ৩, ২০২৪
spot_imgspot_img

টানা পতনে ফের অস্থির শেয়ারবাজার: গ্রহণযোগ্যতা হারাচ্ছে কমিশন

দেশের শেয়ারবাজারে টানা ৫ কার্যদিবস ধরে দরপতন হচ্ছে। এতে বিনিয়োগকারীদের লোকসানের পাল্লা আরও ভারী হচ্ছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবগঠিত কমিশন বাজারকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে। এতে কমিশন গঠনের শুরুটা ভালো হলেও দিন দিন তার গ্রহণযোগ্যতা হারাচ্ছে।

শেয়ারবাজারের বড় বিনিয়োগকারীরা সাইডলাইনে বসে রয়েছেন। যেহেতু শেয়ারবাজারের অনিয়ম ও দুর্নীতিরোধে নিয়ন্ত্রক সংস্থার তদন্ত কার্যক্রম চলছে, তাই সবাই যার যার পূর্বের হিসেব নিয়ে ব্যস্ত রয়েছে। কারণ ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী প্রায় সবাই কম বেশি কোন না কোন শেয়ারে প্রাইস মেকিংয়ে ভূমিকা রাখে। বিএসইসির তদন্ত রিপোর্টে আবার কেউ ফেঁসে যায় কিনা সেই আতঙ্কে শেয়ার কেনা-বেচা থেকে দূরে রয়েছে।

এছাড়া যারা গেল ১৫ বছরে বিভিন্ন সময়ে শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি বা কমানোর পেছনে অতপ্রোতভাবে জড়িত ছিল তারা হাতে থাকা শেয়ার বিক্রি করে বের হয়ে যেতে চাইছে। যার ফলে সকালের শুরুটা ভালো হলেও দিনশেষে শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব চলমান রয়েছে।

জানা যায়, আজ রবিবার (৮ সেপ্টেম্বর) ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৯.৩৩ শতাংশ বা ০.৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৭৯.৩১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২২১.৩৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৪.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১০০.১৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ২৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৬.১২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ৮৬ লাখ ৭৫ হাজার ৩৪৪টি শেয়ার ১ লাখ ৮৭ হাজার ৮৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৭৮ কোটি ৮২ লাখ ১৭ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৫ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৮ শতাংশ বা ১০.৪২ পয়েন্ট কমে হয়েছিল ৫ হাজার ৭২৮.৬৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২২৮.৮১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১১৪.৩৬ পয়েন্টে। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ৪০ লাখ ৭৩ হাজার ৩৩৫টি শেয়ার ১ লাখ ৮০ হাজার ৩৪৫ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬৭৪ কোটি ৯০ লাখ ৯০ হাজার টাকা।সে হিসেবে লেনদেন বেড়েছে ৩ কোটি ৯১ লাখ ২৭ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৮৬ শতাংশ বা ১৪১.০৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৬ হাজার ২৩৭.৬৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৪৩ লাখ ৩১ হাজার ৩৩৬ টাকা।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন