বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যার প্রভাব পড়েছে রাজধানীতেও। কয়েক দিন ধরে চলা টানা বৃষ্টিতে বিপর্যস্ত ঢাকার জনজীবন। তবে আজকের বৃষ্টি গত কয়েক দিনকে ছাড়িয়ে গেছে। এদিন সকাল থেকে চলা অবিরাম বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী।
আজ রোববার (১৫ সেপ্টেম্বর) সপ্তাহের প্রথম কর্মদিবসে তুলনামূলক সড়কে মানুষের চলাচল অনেক কম ছিল। জরুরি প্রয়োজন ও কর্মজীবীরা ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে তেমন বের হচ্ছেন না। স্কুল-কলেজের শিক্ষার্থীদের সংখ্যাও কম দেখা গেছে। ফলে রিকশাচালক, ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের যাত্রী ও ক্রেতা সংকটে পড়তে হচ্ছে। বৃষ্টিতে ভিজে ঠাণ্ডায় কাঁপলেও উঠছে না পেট চালানোর অর্থ।
যারা রাস্তায় ঘুরে ঘুরে চা-সিগারেট বা বিভিন্ন পণ্য বিক্রি করেন, তাদের থমকে থাকতে হচ্ছে কোনো ছাদের নিচে। শ্রমজীবীদের পাশাপাশি কর্মজীবীদেরও ভোগান্তিতে পড়তে হচ্ছে। বৃষ্টির কারণে রাস্তায় গণপরিবহন কম চলাচল করায় কর্মস্থলে যেতে দীর্ঘ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের। যাত্রী সংকটে ভুগতে হচ্ছে রাইড শেয়ারিং করা মোটরসাইকেল চালকদেরও।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়ে যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
এতে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।