31 C
Dhaka
বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
spot_imgspot_img

টালিউডে অভিষেক অপূর্বের

শোবিজের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে শিগগিরই কলকাতার সিনেমায় দেখা যাবে। প্রায় ৮ বছরে বিরতি টেনে সিনেমায় ফিরেছেন অপূর্ব। সিনেমাটির নাম ‘চালচিত্র’। এটি নির্মাণ করেছেন প্রতিম ডি গুপ্ত।

এ সিনেমার মাধ্যমেই কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিতে অভিষেক হচ্ছে অপূর্বর।

সিনেমায় এক রহস্যময় চরিত্রে দেখা যাবে তাকে। এ ছাড়াও চারজন পুলিশের চরিত্রে দেখা যাবে টোটা রায় চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী, শান্তনু মাহেশ্বরী এবং ইন্দ্রজিৎ বসুকে।

সিনেমাটি নিয়ে পরিচালক প্রতিম ডি গুপ্ত বলেন, শহরে পর পর খুন হতে থাকে। আর খুনের পর মরদেহগুলোকে যেভাবে সাজিয়ে রাখা হয় সেটার সঙ্গে ১২ বছর পুরনো একটি কেসের মিল পায় টোটার চরিত্র। সত্যিই কি সেই কেসের সঙ্গে এই কেসের মিল আছে, নাকি তদন্তে নতুন কিছু উঠে আসবে সেটা নিয়েই এই সিনেমা।

সিনেমার অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন রাইমা সেন, স্বস্তিকা দত্ত, ব্রাত্য বসুকে। রাইমাকে দেখা যাবে টোটার স্ত্রীর চরিত্রে। স্বস্তিকা হবেন শান্তনুর প্রেমিকা। সবকিছু ঠিক থাকলে বড় দিন উপলক্ষে আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাবে অপূর্বর ‘চালচিত্র’।

spot_img
spot_img

আরও পড়ুন

spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন