অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ চেয়ে যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকের পাঠানো চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (১০ জুন) লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে প্রেস ব্রিফিংকালে টিউলিপের চিঠির বিষয়ে জানতে চাইলে শফিকুল আলম বলেন, ‘আমরা চিঠি পেয়েছি। একটা চিঠি এসেছে।’
এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফরকালে তার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে চিঠি পাঠিয়েছেন যুক্তরাজ্যের এমপি ও সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক।
এ বিষয়ে জানতে চাইলে গত রোববার (৮ জুন) বিকেলে সময় সংবাদকে মুঠোফোনে শফিকুল আলম বলেন, ‘টিউলিপের কোনো চিঠি আমরা পাইনি। ৫ জুন থেকে আমরা ছুটিতে আছি।’
তবে এরই মধ্যে চিঠি পেয়েছেন বলে লন্ডনে প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম জানিয়েছেন।
চিঠির কোনো জবাব দিয়েছেন কিনা- এক সাংবাদিক জানতে চাইলে তিনি বলেন, ‘চিঠির বিষয়টি একটি লিগ্যাল ইস্যু এবং এটা আইনিভাবেই জবাব দেয়া হবে।’
সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফরকালে তার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছেন যুক্তরাজ্যের এমপি ও সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক।
প্রতিবেদন মতে, টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের পর সৃষ্ট ‘ভুল বোঝাবুঝি’ দূর করতে লন্ডন সফরের সময় ড. ইউনূসের সঙ্গে দেখা করার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন।
টিউলিপ সিদ্দিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি। তার খালা শেখ হাসিনার বিরুদ্ধে গত সপ্তাহে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয়েছে। টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, তিনি শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ সরকার থেকে সুবিধা নিয়েছেন।
