উন্নয়নশীল দেশের স্বীকৃতি ধরে রাখতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার তাগিদ দিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি টিউশন ফি, ভর্তি সহায়তা ও চিকিৎসা অনুদান বিতরণ কার্যক্রম উদ্বোধন করে একথা বলেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতি অনুযায়ী শিক্ষার্থীদের টিকা দেয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
২০২০-২১ অর্থবছরে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তার ট্রাস্টের আওতায় ১ কোটি ৬৩ লাখ ৮৮২ জন শিক্ষার্থীকে উপবৃত্তি, টিউশন ফি, ভর্তি সহায়তা ও চিকিৎসা অনুদান দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ৩০ মার্চ শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগেই শিক্ষক, কর্মচারীদের পাশাপাশি শিক্ষার্থীদেরও টিকার আওতায় আনা হবে।
দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিজ্ঞান ও কারিগরী শিক্ষার উপর জোর দেয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই।
সরকারের পাশাপাশি শিক্ষা সহায়তায় বিত্তশালীদের এগিয়ে আসারও আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সাশা/ফই
Leave a Reply