বিজ্ঞান এর মানেই হলো নতুন নতুন একেক সব প্রযুক্তির আবিষ্কার। দুনিয়াকে নিত্য নতুনরূপে দেখার জন্যে টিভির নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে যদি আমরা অবগত না থাকি তাহলেই পড়তে হতে পারে নানান রকমের বিপত্তিতে। অন্যদিকে, দেখা যাবে যে নতুন নতুন প্রযুক্তির ব্যবহার সময়ের সাথে সাথে আমাদেরকে আপডেটেড রাখতেও বেশি সহায়তা প্রদান করে থাকে। টিভির প্রযুক্তির সাথে টিভির দাম নির্ভর করে।
বাংলাদেশে স্মার্ট এলইডি টিভির দাম সহজলভ্য হওয়ায় এর চাহিদা বেশি। টিভির নতুন প্রযুক্তির ৫টি বিশেষ ব্যবহার সম্পর্কে জেনে নেওয়া যাবে এখান থেকে।
টিভির নতুন সব প্রযুক্তির ৫টি ব্যবহার সম্পর্কে বিস্তারিত নিচে থ্রিডি থেকে ফোর’জি টিভির নতুন নতুন সব প্রযুক্তির ৫টি ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো :
ডলবি ভিশন আইকিউ
ধরে নিন, আপনার ড্রয়িংরুমে বিশাল একটি এলইডি টিভি সেট করা আছে। আপনি এক ফাঁকে পর্দাটা সরিয়ে দিলেন এবং সৃর্যের আলোর জন্যে রুমটি বেশ আলোকিত হলো। কিন্তু সেই আলো যখন আপনার টিভিতে পড়বে তখন আপনার সেটি দেখতে অসুবিধায় পরতে হতো। কেননা, অতিরিক্ত আলোর কারণে অনেক সময় টেলিভিশনের পর্দার উজ্জ্বলতার ও রঙের তারতম্য হয়ে থাকে। এমন ঝামেলা থেকে রেহাই দিতে ২০২০ সালে সিইএস সম্মেলনে টেলিভিশনের জন্যে আনা হয়েছে ডলবি’র ভিশন আইকিউ প্রযুক্তি। এই প্রযুক্তিটির প্রধান কাজই হচ্ছে রুমে থাকা আলোর পরিমাণ নির্ধারণ এবং সেই অনুযায়ী টেলিভিশনের আলোর পর্দার রং ও উজ্জ্বলতার পরিবর্তন করা।
এধরনের টেলিভিশন গুলোর মডেলের মধ্যে বেশিরভাগই পাবেন এলজি ওএলইডি সিএক্স, জিএক্স ও ডাব্লিউএক্স, প্যানাসনিক ওএলইডি এইচজেড ১০০০, এইচজেড ১৫০০, এইচজেড ২০০০ এই মডেলের। যেগুলোর দামও কিছুটা হলেও আপনার নাগালের মধ্যেই।
স্যামসাং টেপ ভিউ
আপনি যদি মোবাইল ফোন থেকে টেলিভিশনে ভিডিও শেয়ার করতে চান তাহলে এই ফিচারটিকে সবচাইতে বেশি সহজ করে দিয়েছে স্যামসাংয়ের ট্যাপ ভিউ। মোবাইল ফোনে থাকা ভিডিওটি আপনি মাত্র একটি ক্লিকেই টিভিতে পাঠিয়ে দিতে পারবেন।
স্যামসাংয়ের সেরা সব মডেলগুলোর মধ্যে আপনি পাবেন কিউএলইডি ৮ কে সিরিজ, ৪ কে সিরিজ, ক্রিস্টাল ইউএইচডি সিরিজগুলো ইত্যাদি।
এনভিডিয়া সি সিংক
নতুন নতুন সব এলইডি টেলিভিশনের মধ্যে যুক্ত হওয়া ফিচারগুলোর মধ্যে একটি অন্যতম ফিচার হচ্ছে এনভিডিয়া সি সিংক। এই ফিচারটির কাজই হচ্ছে যারা মূলত গেইম খেলতে চান তাদের জন্যে এটিকে আরও সহজতর করে দেওয়া।
এই প্রযুক্তির মাধ্যমে আপনি টিভিতে গেইমিং পিসি সংযোগ করে ১২০ হার্জে গেইম খেলতে পারবেন। সি-সিংক এর ফিচারটি সি-৯, ই-৯, বি-৯ এবং ২০২০ সালের বাজারে আসা ওএলইডি, এলজি সিএক্স, জিএক্স, এলজি, ডাব্লিউএক্স মডেলও কাজ করবে।
ফিল্মমেকার মুড
আধুনিক প্রযুক্তির টিভিগুলোতে যুক্ত হওয়া নতুন একটি প্রযুক্তি হচ্ছে এই ফিল্মমেকার মুড। টেলিভিশন এর হার্জ কম বা বেশি থাকার কারণে অনেক সময়ই সিনেমার ভিডিওর রেজ্যুলেশন নিয়ে পরতে হয় মহা বিপদে। এই ঝামেলা থেকে অনায়াসেই মুক্তি দিবে ফিল্মমেকার মুড। এটি যে কোনো ধরনের ভিডিওতে প্রয়োজন অনুযায়ী কৃত্রিম ফ্রেমস যুক্ত করে আপনাকে দেবে ভালো ভিউয়িং এর সুবিধা। ভিশন ওএলইডি পি-সেভেন-এস পিকো পিক্সেল এই ধরনের টিভিতে রয়েছে ওএলইডি এবং ক্যামেলিওন ইঞ্জিন ২.০ এবং ডলবি অ্যাটমস সাউন্ড। ওএলইডি টিভি পৃথিবীর অন্যতম সেরা প্রযুক্তি, এই টিভিগুলোয় আপনি পাচ্ছেন উচ্চমানের ইমেজ কনট্রাস্ট, ভাইব্রেন্ট কালার এবং মসৃণ গতি, যা সাধারণত এলসিডি বা এলইডি টিভির তুলনায় অনেক ভালো মানের ভিউয়িং এক্সপেরিয়েন্স দিয়ে থাকেন।
এছাড়াও ভিশন তাদের গ্রাহকদের বিনোদন দেওয়ার জন্যে ডিপ ব্ল্যাক এবং প্রাণবন্ত রঙের মসৃণ হাই রিফ্রেশ রেট প্রদান করে থাকেন। এটিতে পাচ্ছেন ৪.৮ মি.মি. এর সুপার স্লিম বডি, গেইমিং এর জন্যে সুপার ইমারসিভের ডিসপ্লে ব্যবহারের নিশ্চয়তা প্রদান করে থাকেন।
উপসংহার
উপরের এই ৫টি প্রযুক্তিই আপনাকে টেলিভিশনের নতুন নতুন ফিচারগুলো উপভোগ করতে সহায়তা প্রদান করে থাকবে। শুধু তাই নয়, এই প্রযুক্তিগুলো আপনার জন্যে অনেক বেশি উপকারী কেননা এগুলো আপনার ভিউয়িং-এর জন্যে যেরকম সুবিধাসমূহ প্রয়োজন সেগুলো প্রদান করার পাশাপাশি আপনার বিনোদনের ক্ষেত্রকে করে তুলবে অনেক বেশি প্রাণবন্ত।
পড়ুন : বাংলাদেশে ব্যবসার অনুমতি পেয়েছে ইলন মাস্কের স্টারলিংক