১৫/০৬/২০২৫, ৮:৫৯ পূর্বাহ্ণ
27.9 C
Dhaka
১৫/০৬/২০২৫, ৮:৫৯ পূর্বাহ্ণ

টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুল গ্রেফতার

গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা শামচুল হক কে গ্রেফতার করেছে পুলিশ। শামসুল হক টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি।

শুক্রবার ( ১৬ মে) সন্ধ্যায় বাগেরহাটের চিতলমারী উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এর আগে বৃহস্পতিবার সকালে সদর উপজেলার সাতপাড় এলাকায় ছাত্রলীগ একটি মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিল করে। সেখানে শামসুল অংশ নিয়েছিলেন।

বিষয়টি নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামচুল হক পুলিশের উপর হামলা সহ একাধিক মামলার আসামী এছাড়াও গতকাল বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ সদরে ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনে তিনি অংশ নিয়েছেন।

গোপন সংবাদের ভিত্তিতে তাকে আজ সন্ধ্যায় পার্শ্ববর্তী জেলা বাগেরহাটের চিতলমারী উপজেলায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাকে কোর্টে প্রেরণ করা হবে।

পড়ুন : শেখ হাসিনার নির্বাচনী এলাকায় গণঅধিকার পরিষদের শোডাউন

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন