১৯/০৬/২০২৫, ০:৪২ পূর্বাহ্ণ
26.3 C
Dhaka
১৯/০৬/২০২৫, ০:৪২ পূর্বাহ্ণ

টেকনাফে ৪৬ কোটি টাকার মূল্যের ইয়াবা গাঁজা ধ্বংস

কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে উদ্ধারকৃত প্রায় ৪৬ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (১৬ মে) সকালে টেকনাফ বিসিজি স্টেশনে এই মাদক ধ্বংস কার্যক্রম পরিচালিত হয়।

কোস্ট গার্ড পূর্ব জোনের অধীনস্থ টেকনাফ বিসিজি স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর এক সংবাদ সম্মেলনে জানান, চলতি বছর ২৭ ফেব্রুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত মোট ১২টি মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। এসব অভিযানে এককভাবে এবং র‍্যাবের সমন্বয়ে সমুদ্র উপকূলীয় এলাকায় মোট ৯ লাখ ৬ হাজার ৪৭০ পিস ইয়াবা ও ৬০ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৪৫ কোটি ৫০ লাখ ৪৭ হাজার টাকা।


তিনি আরও জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং আলামত হিসেবে ৯৮০ পিস ইয়াবা ও ১৭৫ গ্রাম গাঁজা থানায় জমা দেওয়া হয়েছে। বাকি ৯ লাখ ৫ হাজার ৪৯০ পিস ইয়াবা এবং ৬০ কেজি ২২৫ গ্রাম গাঁজা ধ্বংসের জন্য কক্সবাজারের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নির্দেশ দেন।

মাদক ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন কোস্ট গার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ শাহীন মজিদ, কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মো. আসিফ, শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সিফাত উল্লাহ তাসনিম আলম, টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন এবং ল্যাব প্রতিনিধিসহ অন্যান্য কর্মকর্তা।

লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন রশীদ তানভীর আরও বলেন, নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে উপকূলীয় অঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদক পাচার প্রতিরোধে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পড়ুন : টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ২

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন