টেকনাফের মিয়ানমার সীমান্তে গত কয়েকদিন ধরে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে আরাকান আর্মির চলমান যুদ্ধের তীব্রতা বেড়েছে। গোলাগুলির শব্দে কেঁপে উঠছে টেকনাফ সীমান্ত।
এমন পরিস্থিতিতে মংডুতে রোহিঙ্গারা টিকতে না পেরে প্রাণে বাঁচতে পালানোর চেষ্টা করছে। অনেকে সীমান্ত দিয়ে এপারে প্রবেশের অপেক্ষায় রয়েছে।
তবে রোহিঙ্গারা যাতে নতুন করে বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে, সে জন্য সীমান্ত ও নাফ নদীতে সতর্ক রয়েছে বিজিবি ও কোস্ট গার্ড। নতুন করে আর কোনো রোহিঙ্গাকে অনুপ্রবেশের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছে বিজিবি।