টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা পাভেল দুরভকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় প্যারিসের উত্তরে একটি বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এই অ্যাপ সম্পর্কিত একটি অপরাধের পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করা হলো এই রুশ ধনকুবেরকে। বার্তা আদান-প্রদানের জনপ্রিয় মাধ্যম টেলিগ্রামে অপরাধমূলক কার্যকাণ্ড নির্বিঘ্নে চলতে দেওয়ার অভিযোগ রয়েছে। টেলিগ্রামের মেসেজগুলো ব্যাপকভাবে এনক্রিপড করা থাকে বলে গোপনীয়তা রক্ষা সুবিধাজনক। সম্প্রতি বাংলাদেশের সরকারবিরোধী গণবিক্ষোভেও অ্যাপটি ব্যাপক ব্যবহার করেছেন শিক্ষার্থীরা।
রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানায়, পরিস্থিতি সুস্পষ্ট করতে ফ্রান্সের রুশ দূতাবাস এখনই পদক্ষেপ নিচ্ছে। তাঁরা প্রাথমিকভাবে পরিস্থিতি বুঝতে চেষ্টা করছে।
রাশিয়া, ইউক্রেন ও সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোতে টেলিগ্রাম ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।